তথ্য Search করুন

Friday, October 19, 2018

গুরুত্বপূর্ণ কিছু Group Verbs জেনে নেই।

A

Act for : পক্ষে কাজ করা।
Act on : কোনো কিছু অনুসারে কাজ করা।
Act up to : আশানুরুপ কাজ করা।
Act upon :  কোনো কিছুর ওপর নির্ভর করে কাজ করা।


B

Bear off- জয় করে নেয়া।
Bear on - সম্পর্ক /সম্বন্ধ যুক্ত হওয়া।
Bear out - সমর্থন করা।
Bear with - সহ্য করা।
Blow away- উড়িয়ে নিয়ে যাওয়া।
Blow off- নির্গত করা।
Blow out - নিভিয়ে ফেলা।
Blow up - বিস্ফোরিত হওয়া, উড়িয়ে দেয়া।
Break away- ভেঙে বের হওয়া।
Break down- ভেঙে পড়া।
Break in- শিক্ষা পাওয়া, জোরপূর্বক প্রবেশ করা, কথার মাঝে কথা বলা।
Break out- প্রাদুর্ভাব ঘটা।
Break through- জোর করে ঢোকা।
Break up- শেষ হওয়া।
Break into-ভেঙে প্রবেশ করা।
Bring about -ঘটানো।
Bring forth- উৎপন্ন করা।
Bring in - প্রচলন করা, দেয়া।
Bring up- লালন পালন করা।

Related Post:

  • Story : The lion and the mouse One day, a lion was sleeping in the forest.The lion was big and strong.All the animals feared the lion, apart from one mouse. The mouse was playing near the lion. She ran onto the lion's nose and he woke up. He was angry. The lion lifted the mouse to his mouth and said, I'm going to eat you! The mouse said, "Please Mr. Lion. Let me go. I am your friend. O… Read More
  • খুব সহজে ইংরেজিতে সময় বলার কৌশল। আমরা অনেকেই ইংরেজিতে ভালোভাবে সময় বলতে পারি না। তাই সকল সময় সহজেই বলার কৌশল নিয়ে আজ আলোচনা করবো। সময় সম্পর্কিত প্রশ্নগুলো হলো :-                  What time is it  now?                  What time is it?                  T… Read More
  • গুরুত্বপূর্ণ কিছু Group Verbs জেনে নেই। A Act for : পক্ষে কাজ করা। Act on : কোনো কিছু অনুসারে কাজ করা। Act up to : আশানুরুপ কাজ করা। Act upon :  কোনো কিছুর ওপর নির্ভর করে কাজ করা। B Bear off- জয় করে নেয়া। Bear on - সম্পর্ক /সম্বন্ধ যুক্ত হওয়া। Bear out - সমর্থন করা। Bear with - সহ্য করা। Blow away- উড়িয়ে নিয়ে যাওয়া। Blow off- নির্গত করা। Blow out - নিভিয়ে ফেলা। Blow up - বিস্ফোরিত হওয়া, উড়িয়ে দে… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment