তথ্য Search করুন

Sunday, October 21, 2018

বাংলাদেশের মুক্তিযুদ্ধকলীন গুরুত্বপূর্ণ তথ্য ১৯৭১


  • রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • উপ-রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত/অস্থায়ী) : সৈয়দ নজরুল ইসলাম
  • প্রাধানমন্ত্রী : তাজউদ্দিন আহমেদ
  • প্রধান সেনাপতি /সেনা নায়ক : এম.এ.জি. ওসমানী
  • স্বাধীনতার ইসতেহার ঘোষনা : ৩ মার্চ ১৯৭১, পল্টন ময়দান
  • অস্থায়ী সরকার গঠন : ১০ এপ্রিল ১৯৭১, 
  • অস্থায়ী সরকারের শপথ : ১৭ এপ্রিল ১৯৭১,
  • অস্থায়ী রাজধানী ও সচিবালয় : মুজিবনগর (ভবের পাড়া, বৈদ্যনাথ তলা) মেহেরপুর
  • সচিবালয় ক্যাম্প অফিস : ০৮ থিয়েটার রোড, কলকাতা
  • শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হন : ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চ ১৯৭১
  • শেখ মুজিবুর রহমানকে বন্দী রাখা হয় : মিয়াওয়ালি কারাগার, করাচি, পাকিস্তান
  • জিয়াউর রহমান কর্তৃক বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা : ২৭ মার্চ ১৯৭১
  • মুক্তিযুদ্ধে অবদানে রাষ্ট্রিয় সম্মাননা পুরুষ্কার ৪ টি মোট ৬৭৬ জনকে প্রদান : বীরশ্রেষ্ট ৭ জন, বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন, বীর প্রতীক ৪২৬ জন।
  • মহিলা মুক্তিযোদ্ধা : তারামন বিবি ও সেতারা বেগম (বীরপ্রতীক), কাকন বিবি (খেতাব বিহিন)
  • খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা : হোয়াইল হেমার ওয়াডার ল্যান্ড (অস্ট্রেলিয়া) 
  • ১৯৭১ সালে নিউইয়র্কে কমেডিস স্কোয়ারে যে দুজন শিল্পী বাংলাদেশকে সাহায্যের জন্য ' কনসার্ট ফর বাংলাদেশ ' আয়োজন করেন : জর্জ হ্যারিসন (যুক্তরাজ্য) ও পন্ডিত রবি সংকর (ভারত)
  • শেখ মুজিবুরকে রহমানকে বঙ্গবন্ধু উপাদি প্রদান : ২৩ ফেব্রুয়ারি ৬৯, রেসকোর্স ময়দানে তোফায়েল আহমেদ কর্তৃক
  • শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষনা : ৩ মার্চ ১৯৭১, পল্টন ময়দান, আ. স. ম. রব কর্তৃক
  • পূর্বপাকিস্তানের নাম " বাংলাদেশ " নামকরন : ৫ ডিসেম্বর ১৯৬৯, শেখ মুজিবুর রহমান কর্তৃক 
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment