উত্তরঃ দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জীবের মধ্যে ক্রস ঘাটালে প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্য গুলো প্রকাশিত হবে এবং জনন কোষ উৎপাদন কালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিনষ্ট হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করবে।
Post a Comment