তথ্য Search করুন

Monday, October 22, 2018

৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ২০১৬ এর বাংলা বিষয়ের সম্পূর্ণ প্রশ্ন ও উত্তর।

১. বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
উত্তর : বন্+ধন্

২. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
উত্তর : ৮ টি

৩. 'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি?
উত্তর : জ+ঞ

৪. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
উত্তর :শুভেচ্ছা

৫. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
উত্তর : অনমনীয়

৬. নিচের কোনটি বিশেষ্য পদ?
উত্তর : গম্ভীর্য

৭. নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে ণ এর ব্যবহার হয়েছে?
উত্তর : প্রবণ

৮. মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে - বাক্যটিকে নেতিবাচক বাক্যে রুপান্তর করলে হবে-
উত্তর : মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না

৯. Null and Void এর বাংলা পরিভাষা কী?
উত্তর : বাতিল

১০. হেড মৌলভী কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?
উত্তর : ইংরেজি+ফার্সি

১১. রবিন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর : রবি+ইন্দ্র

১২. এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ?
উত্তর : বিশেষণ

১৩. প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ-
উত্তর : উৎকর্ষ

১৪. কোনটি কাজীনজরুল ইসলাম এর রচনা নয়?
উত্তর : বালুচর ছায়ানট চক্রবাক রুদ্রমঙ্গল

১৫. সবুজপত্র প্রকাশিত হয় কত সালে?
উত্তর : ১৯১৪ সালে

১৬. মুক্তিযুদ্ধবিষয়ক নাটক -
উত্তর : পায়ের আওয়াজ পাওয়া যায়।

১৭. কোনটি জসীমউদ্দীনের নাটক?
উত্তর : বেদের মেয়ে

১৮. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম?
উত্তর : শ্রীচৈতন্যদেব

১৯. মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
উত্তর : মুখরা রমণী বশীকরণ

২০. কোনটি উপন্যাস নয়?
উত্তর : কবিতার কথা, দিবারাত্রির কাব্য, হাসুলী ববাঁকের উপকথা, পথের পাঁচালী

২১. বিষাদ সিন্ধু একটি -
উত্তর : ইতিহাস আশ্রয়ী উপন্যাস

২২. মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৭৬০ সালে

২৩. তোহফা কাব্যটি কে রচনা করেন?
উত্তর : আলাওল

২৪. এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?
উত্তর : কবিগান

২৫. রাজা প্রতিপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা -
উত্তর : রামরাম বসু

২৬. ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
উত্তর : জ্ঞানান্বেষণ

২৭. হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম -
উত্তর : গ্রামবার্তা প্রকাশিকা

২৮. নিচের কোনটি ভ্রমণসাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?
উত্তর : চার ইয়ারী কথা, পালামৌ, দৃষ্টিপত, দেশে বিদেশে

২৯. নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি -
উত্তর : সীতারাম

৩০. নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের?
উত্তর : নিখিলেস-বিমলা

৩১. কোনটি কাজীনজরুল ইসলামের উপন্যাস?
উত্তর : কুহেলিকা

৩২. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?
উত্তর : বীরাঙ্গনা

৩৩. একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
উত্তর : সোনার তরী

৩৪. ' আমি কিংবদন্তির কথা বলছি ' কবিতাটি কার লেখা?
উত্তর : আবু জাফর ওবায়দুল্লাহ

৩৫. কোনটি  শওকত ওসমানের রচনা নয়?
উত্তর : ভেজাল, চৌরসন্ধি, ক্রীতদাসের হাসি, বনি আদম

SHARE করে সবার পড়ার সুযোগ করে দিন।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment