তথ্য Search করুন

Monday, October 22, 2018

Evolution, Palaeontology and Zoogeography ২০১৬ সালের কুইজ প্রশ্ন ও উত্তর।/ বিবর্তন প্রত্নজীববিজ্ঞান প্রাণিভূগোল ২০১৬

  

১. জৈব বিবর্তন কী?
উত্তর : জীব জগতের বিবর্তনকে জৈব বিবর্তন বলে।

অথবা,

যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় পূর্বপুরুষ বা উদবংশীয় জীব হতে নতুন প্রকার জীবের উদ্ভব ঘটে তাকে জৈব বিবর্তন বলে।

২. প্রকরণের সংজ্ঞা দাও।
উত্তর : একই প্রজাতির মধ্যে সৃষ্ট পার্থক্যকারী বৈশিষ্ট্য ও পরিবর্তনকেই প্রকরণ বলে।

অথবা,

প্রাকৃতিক পরিবশে প্রতিতি  প্রাণী ও প্রজাতির মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয় এই পার্থক্যকে প্রকরণ বলে।

৩. নিষ্ক্রিয় অঙ্গ কী?
উত্তর : প্রাণীদেহে এমন কতকগুলো বিলুপ্ত প্রায় অঙ্গ দেখা যায় যেগুলো বিশেষ কোনো প্রাণীতে অকেজো বা নিষ্ক্রিয় কিন্তু অন্য প্রাণীতে সক্রিয় অবস্থায় থাকতে পারে। এই সকল অঙ্গ গুলোকে নিষ্ক্রয় অঙ্গ বলা হয়। উপরের চিত্রে এপেন্ডিক্স মানুষের নিষ্ক্রিয় অঙ্গ।

৪. অপোজিবল ক্রিপ কী?
উত্তর : মানুষের বুড়ো আঙ্গুলকে অন্যান্য আঙুলের বিপরীতে বাঁকা করার বা মুষ্ঠিবদ্ধ করার ক্ষমতাকে অপোজিবল গ্রিপ বলে।

৫. অর্ধ-জীবন বলতে কি বুঝ?
উত্তর : কোনো নির্দিষ্ট পরিমাণ তেজস্ক্রিয় পদার্থের অর্ধাংশ অর্থাৎ ৫০% ভাঙতে যে সময় লাগে তাকে অর্ধ-জীবন বলে।

৬. জীবন্ত জীবাশ্ম কি?
উত্তর : অতীতে বিলুপ্ত উদ্ভিদ বা প্রাণীর দেহ বা দেহের অংশবিশেষ বা এদের কোনো চিহ্ন বর্তমানে যেসব প্রাণী বহন করছে তাদেরকে জীবন্ত জীবাশ্ম বলে।

৭. সিনোজোইক এরা বলতে কী বুঝ?
উত্তর : সিনোজোইক এরা বলতে পৃথিবীর সর্বশেষ মহাযুগকে বুঝায় যা শুরু হয়েছিল ৬৫ মিলিয়ন বছর পূর্বে। এ যুগকে স্তন্যপায়ীদের যুগ বলা হয়।

৮. স্থল যোজক কী?
উত্তর : যেসব যোজক মহাদেশসমূহকে যুক্ত করেছিল, যাদের দ্বারা এক মহাদেশ থেকে অপর মহাদেশে প্রাণীদের বিস্তার ঘটেছিল তাদেরকে স্থল যোজক বলে।

৯. ওয়ালেসের রেখা কাকে বলে?
উত্তর : ১৮৬০ সালে ওয়ালেস Oriental এবং  Australia অঞ্চলের প্রাণীকুলকে আলাদা করার জন্য যে কাল্পনিক সীমা রেখা অঙ্কন করেন তাকেই ওয়ালেসের রেখা বলে।

১০. Old world বলতে কি বুঝ?
উত্তর : Original, Ethiopian এবং Palaerctic অঞ্চলসমূহকে একত্রে old world বলে।

১১. দ্বীপবাসী প্রাণী কী?
উত্তর : দ্বীপে বসবাসকারী নির্দিষ্ট প্রাণিকুলকে দ্বীপবাসী প্রাণী বলে।

১২. Neoceratodus কোথায় বাস করে?
উত্তর : Australia মহাদেশে।

বাস্তুবিদ্যা বা Ecology ২০১৫ সালের কুইজ জানতে ক্লিক করুন
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment