তথ্য Search করুন

Wednesday, October 31, 2018

বাস্তুবিদ্যা (Ecology) ২০১৫ সালের কুইজ প্রশ্ন ও উত্তর।

১. পরিবেশ বলতে কি বুঝ?
উত্তর : পরিবেশ বলতে জীবের উপর প্রভাব সৃষ্টিকারী সকল ধরনের ভৌত ও জীবীয় প্রভাবকে বুঝায়।

২. জীবমণ্ডল কী?
উত্তর : পৃথিবীর স্থলমণ্ডল, বারিমণ্ডল ও বায়ুমণ্ডলে জীবের বাসযোগ্য এলাকাকে জীবমণ্ডল বা Biosphere বলে।

৩. Habitat বলতে কী বুঝ?
উত্তর : জীবের (উদ্ভিদ ও প্রাণী) প্রাকৃতিক বা স্বাভাবিক বাসস্থানকে নিবাস বা Habitat বলে।

৪. খাদ্যজাল কাকে বলে?
উত্তর : বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শিকল পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হয়ে গঠিত সুসংঘবদ্ধ জালিকাকার বিন্যাসকে খাদ্য জাল (Food web) বলে।

৫. জীবভর কী?
উত্তর : কোনো নির্দিষ্ট অঞ্চল অথবা বাসস্থানের অন্তর্ভুক্ত সব সজীব বস্তুর সমষ্টিগত ওজোনকে জীবভর বলে।

৬. জীব ভূ-রাসায়নিক চক্র কাকে বলে?
উত্তর : যে চক্রাকার পথে প্রোটোপ্লাজম তথা জীবের জন্য আবশ্যকীয় রাসায়নিক উপাদানসহ সব ধরনের মৌলিক পদার্থ জীব থেকে পরিবেশে এবং পরিবেশ থেকে জীবে সঞ্চালিত হয় তাকে জীব ভূ-রাসায়নিক চক্র বা Bio geo-chemical cycle বলা হয়।

৭. জীবগোষ্ঠী বলতে কী বুঝ?
উত্তর : পরিবেশের বিশেষ স্থানে বসবাসকারী একটি প্রজাতি সব সদস্যদের সমষ্টিগতভাবে জনগোষ্ঠী বা Population বলে।

৮. জেরোসিরি কী?
উত্তর : উদ্ভিদহীন উন্মুক্ত শিলাময় পাথুরে বা মরু অঞ্চলে উদ্ভিদ সম্প্রদায়ের যে  ক্রমাগমন ঘটে তাকে জেরোসিরি বলে।

৯. পেরিফাইটন কী?
উত্তর : জলজ উদ্ভিদের জলমগ্ন কাণ্ড, শাখা-প্রশাখা বা পাতার সাথে আঁকড়ে থাকা প্রাণীদের পেরিকাইটন বলে।

১০. ইউট্রিফিকেশন কী?
উত্তর : পুষ্টি উপাদানের আগমনের জন্য উৎপাদন বৃদ্ধি পেয়ে হ্রদ ধীরে ধীরে ভরাট হয়ে যায় এই প্রক্রিয়াকে ইউট্রিফিকেশন বলে।

১১. ইমপাউন্ডমেন্ট কী?
উত্তর : বাধ দিয়ে সৃষ্ট আবদ্ধ জলাশয়কে ইমপাউন্ডমেন্ট বলে।

১২. জৈবিক অক্সিজেন চাহিদা কী?
উত্তর : নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট  তাপমাত্রায় কোনো একক  আয়তনের পানিতে বিদ্যমান অনুজীবের জৈবিক জারণে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে Biological Oxygen Demand বা সংক্ষেপে BOD বলে।

Evolution, Palaeontology and Zoogeography এর ২০১৬ সালের কুইজ জানতে ক্লিক করুন
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment